নিজস্ব সংবাদদাতা: ফের চরম বিতর্কিত মন্তব্য করে বসলেন তথাগত রায়।
/anm-bengali/media/post_banners/U03FYzWQnbNVREVGkFZO.jpg)
ট্যুইট করে তিনি বলেছেন, "থুতু উপরে ছেটানো হয় না, হিন্দুদের বিক্রি করার জন্য কাবাব-পরোটায় ছেটানো হয়। তবে সেই খাবার হালাল হয়। তখন ‘ধর্মনিরপেক্ষ’ হিন্দুরা সেই খাবার তারিয়ে তারিয়ে খায়"।
/anm-bengali/media/post_banners/3exk74YwoxJHwBWVGG47.jpg)
তার এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
থুতু উপরে ছেটানো হয় না, হিন্দুদের বিক্রি করার জন্য কাবাব-পরোটায় ছেটানো হয়- তবে সেই খাবার হালাল হয়, তখন ‘ধর্মনিরপেক্ষ’ হিন্দুরা সেই খাবার তারিয়ে তারিয়ে খায়- সামনে এল চরম বিতর্কিত মন্তব্য
কি বলা হল?
নিজস্ব সংবাদদাতা: ফের চরম বিতর্কিত মন্তব্য করে বসলেন তথাগত রায়।
ট্যুইট করে তিনি বলেছেন, "থুতু উপরে ছেটানো হয় না, হিন্দুদের বিক্রি করার জন্য কাবাব-পরোটায় ছেটানো হয়। তবে সেই খাবার হালাল হয়। তখন ‘ধর্মনিরপেক্ষ’ হিন্দুরা সেই খাবার তারিয়ে তারিয়ে খায়"।
তার এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।