New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃআরজি কর কাণ্ডের ঘটনায় মরদেহ কোন রঙের চাদর দিয়ে ঢাকা ছিল সেই নিয়ে জল্পনা শুরু হতে না হতেই ফের ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, “যে চাদর দিয়ে ঢাকা হয়েছিল সেটা নীল ছিল। কেস ডায়েরিতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যাটাচ করা আছে। ১২.২৫-এ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শুরু হয়েছিল। অন্য কোনো রঙের কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। আমরা একটাই চাদরের রঙ পেয়েছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us