New Update
/anm-bengali/media/media_files/FptVpCv4rrn6HxSZYHjG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুখবর! গ্যাস সিলিন্ডারের দাম কমছে। এবার এক ধাক্কায় ১৭১.৫০ টাকা কমছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে এই দাম কমছে কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তবে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। অর্থাৎ গার্হস্থ্য ১৪.২ কেজির এলপিজি (LPG) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা কমছে। ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম কমে দাঁড়াল ১৯৬০.৫০ টাকা। ১ মে থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG) দাম কমছে না অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থাকছে ১,১২৯ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us