BREAKING: গতকাল থেকে এখনও আটকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি!

বিক্ষোভের আগুন বাড়ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: প্রায় ২৬০০০০ চাকরি বাতিল। চাকরি চেয়ে রাত কাটল রাস্তায়। রাতের পর সকালেও এসএসসি অফিস "আচার্য ভবন" ঘেরাও। বেড়েছে পুলিশি নিরাপত্তা। গতকাল থেকে এখনও আটকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি!। গতকাল বেলা বারোটা থেকে চলছে ধরনা।

ssc-scam (1)