New Update
/anm-bengali/media/media_files/FUhTIbdP5eNB7ydNssB9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বাকি আর কয়েকটা দিন। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে তিনি যোগ দেবেন। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের যৌথ প্রয়াসে হলেও এই কর্মসূচির নেপথ্যে রয়েছে রাজ্য বিজেপি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
গীতাপাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু হয়েছে। এর জেরে শুরু হয়েছে সাধু-সন্ন্যাসীদের শোভাযাত্রা।সূত্র মারফত জানা গিয়েছে,কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়। গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করবেন সাধু-সন্ন্যাসীরা। জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর ব্রিগেডে ভূমি পুজোও করা হবে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us