New Update
/anm-bengali/media/media_files/dU3yFVJ9H41BjM8lDhwO.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের রোগী রেফারের অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবারে কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগী রেফারের অভিযোগ উঠেছে। হৃদরোগের রোগিনীকে নিয়ে রাতভর এম আর বাঙুর, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল ও হাওড়ার বেসরকারি হাসপাতালে ঘুরল রোগিনীর পরিবার। কিন্তু জায়গা মিলল না কোনও হাসপাতালে। সারা রাত কার্যত বিনা চিকিৎসায় থাকতে হল রোগিনীকে। প্রায় ৯ ঘণ্টা পর এমআর বাঙুর হাসপাতালের মেডিসিন বিভাগের সিসিইউতে ভর্তি করা হয় রোগিনীকে। ভবানীপুরের বাসিন্দা ৬২ বছরের শবরী চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us