ফের মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ

বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। গত দেড় সপ্তাহে হেলে পড়া বাড়ির সংখ্যা ৫। বিপজ্জনক বহুতলেই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা।

author-image
Jaita Chowdhury
New Update
bnvjhgkgbbn

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের বাঘাযতীন কাণ্ডের (Baghajatin Incident) ছায়া। কলকাতারে দিকে দিকে 'তাসের ঘর'। ফের মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ। বিপজ্জনক ভাবে পরস্পরের দিকে হেলে পড়েছে বহুতল। বিপজ্জনক বহুতলেই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা।

বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। গত দেড় সপ্তাহে হেলে পড়া বাড়ির সংখ্যা ৫।