/anm-bengali/media/media_files/r5Af95enPPUoEswTRzAN.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সামনেই লোকসভা নির্বাচন। প্রতিটা রাজনৈতিক শিবিরই কোমর বেঁধে মাঠে নামছে। তারই আবহে এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। বুধবার দুপুর ৩টে নাগাদ এই নিয়ে বৈঠকে বসেছিল কমিশন।
আগেই জানা গেছে ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী। ৭ মার্চ আরও ৫০ বাহিনী রাজ্যে আসার কথা রয়েছে। এবার এই ১৫০ কোম্পানির বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। এই বিষয়ে কমিশনের সিইও-র দফতরে বৈঠক রয়েছে।
গত সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছিলেন। আইন-শৃঙ্খলার দিকে কড়া নজর দেবার কথা বলা হয়েছিল। তার সঙ্গে, জামিন অযোগ্য যে গ্রেফতারি পরোয়ানাগুলো আছে, সেগুলিও কার্যকর করতে বলেছিল কমিশন।
রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, সন্দেশখালি, বসিরহাট সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাহিনী মোতায়েন করা হবে। কলকাতা সহ রাজ্যর অন্য কোন কোন জেলায় বাহিনী মোতায়েন হতে পারে সেই নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।
/anm-bengali/media/post_attachments/7ee2921e0cd3c2cfab6e85e3869fb0c9423f12091467b36055934477c9557cb2.jpeg)
/anm-bengali/media/post_attachments/de09e8b18aa2ad7f6e880cf3de947ba4520c65a07272fc54fda28c63fd3cb798.jpeg)
/anm-bengali/media/post_attachments/a32117cd1ababe0367cc6d855708182c401d2fe3ca1350967bf8359ef8ace7be.jpeg)
/anm-bengali/media/post_attachments/f777329c8a6b2a7a9838b92e60cd8adaeef38ae133ddc9ba80a165bbe96d3ca4.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us