RG Kar Case: CBI-র হাতে এবার অভিযুক্তের বাইক! বাইকে লেখা KP, উঠছে একাধিক প্রশ্ন?

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
CBI pic.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবি কিংবা সোমবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করাবে সিবিআই। নৃশংস ঘটনা নিয়ে তিনি নানা প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছেন কিনা, তা পরীক্ষ হবে। তার আগেই সিজিও কমপ্লেক্সে এল আরজি কর কাণ্ডে ধৃত যুবকের বাইক। এই বাইকে চেপেই ঘটনার দিন তিনি আরজি করে এসেছিলেন। এবার সেই বাইকটি সিবিআইয়ের আতশকাচের তলায়।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। ২৪ ঘণ্টার মধ্যে ওই সিভিক ভলান্টিয়ার যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করে। সেই বাইকটিই শনিবার সিবিআই-কে হস্তান্তর করা হয়। এদিন বৃষ্টির মধ্যেই ম্যাটাডোরে প্লাস্টিকে মুড়ে বাইকটিকে আনা হয় সিজিও কমপ্লেক্সে।

বাইকটির নম্বর ডব্লিউবি ০১ এ ই ৫০২১। ঠিকানা ১৮ লালবাজার স্ট্রিট। সিভিক ভলান্টিয়ার হয়েও কেপি (কলকাতা পুলিশ) লেখা বাইকে চেপে ঘুরে বেড়াতেন। প্রশ্ন উঠছে, একজন সিভিক ভলান্টিয়ার হয়ে কীভাবে কলকাতা পুলিশের নামে গাড়ি ব্যবহার করতেন?