মেয়ের মূর্তিতে মাথা রেখে কাঁদছেন বাবা, জানুন বিস্তারিত

আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে আরজি কর হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে অভয়ার মূর্তি। সেই মূর্তিতেই মাথা রেখে কাঁদতে দেখা গেল অভয়ার অসহায় পিতা কে।

author-image
Debapriya Sarkar
New Update
Abhaya

নিজস্ব প্রতিবেদন : আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে আরজি কর হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে অভয়ার মূর্তি। সেই মূর্তিতেই মাথা রেখে কাঁদতে দেখা গেল অভয়ার অসহায় পিতা কে। এই দৃশ্য যেন ভোলার নয়। এই দৃশ্য চোখে জল এনেছে প্রতিটি ভারতবাসীর। 

Abhaya

এই দৃশ্যটি সবার মনে গভীর ছাপ ফেলে। অভয়ার বিচারের দাবি হচ্ছে আরো জোরালো। অভয়ার বাবা মূর্তির মাথায় হাত রেখে বিলাপ করছেন, যা তাঁর অন্তরের ব্যথা এবং ক্ষতির প্রতীক। সেখানকার উপস্থিত লোকজনও এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে, এবং এই মূর্তিটি প্রতীকীভাবে সেই আন্দোলনের আওয়াজ তুলে ধরছে।

Abhaya

উল্লেখ্য, গত ৯ ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ওই কলেজেরই পড়ুয়া এক চিকিৎসককে। তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। শুধু দেশেই, নয় দেশের বাইরেও হয়েছে প্রতিবাদ। প্রতিটি মানুষের রন্ধে রন্ধে এখন একটাই স্বর, 'জাস্টিস ফর আরজিকর'। তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচারেরের দিকে তাকিয়ে রয়েছে গোটা একটা প্রজন্ম। তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ এই প্রতিবাদ থামার নয়।