/anm-bengali/media/media_files/2025/12/07/screenshot-2025-12-07-22-pm-2025-12-07-14-38-29.png)
নিজস্ব সংবাদদাতা: পঞ্চলক্ষ মানুষ একযোগে ভগবত গীতা পাঠ করলেন—এমন দৃশ্য দেখে কলকাতায় যেন মহাকুম্ভ মেলার পরিবেশ তৈরি হয়েছিল বলে মন্তব্য করলেন বাগেশ্বর ধাম সরকার আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। শনিবার শহরে অনুষ্ঠিত গীতাপাঠ অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কথা উল্লেখ করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ও কলকাতার মানুষের ভক্তি ও উচ্ছ্বাস দেখে হৃদয় ভরে গেছে। সনাতন ঐক্যই এই দেশ ও বিশ্বের শান্তির বড় মাধ্যম। আমরা চাই ভারতের মাটিতে ‘সনাতনি’, না যে ‘তানাতানি’। আমরা চাই ‘ভগওয়া-এ-হিন্দ’, না ‘গজওয়া-এ-হিন্দ’।’’
/anm-bengali/media/post_attachments/e7ab107e-b15.png)
বেলডাঙায় স্থগিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাতে বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বাস থাকলে যে কেউ নিজের ধর্মমতে স্থান নির্মাণ করতে পারে, তাতে দোষ নেই। তবে আমাদের ভগবান রাম সম্পর্কে কেউ মন্তব্য করলে তার ঔদ্ধত্য প্রকাশ পাবে।” অনুষ্ঠনকে ঘিরে প্রচুর ভক্তের ঢল নেমেছিল এবং শহরে উৎসবের আবহ সৃষ্টি হয়।
#WATCH | Kolkata: Bageshwar Dham Sarkar Acharya Dhirendra Krishna Shastri says, "Today, 500,000 people recited the Gita simultaneously in the holy land of Kolkata, West Bengal. Seeing the enthusiasm and surge of faith, it was as if the Maha Kumbh Mela had taken place in Kolkata.… https://t.co/m0uyITniezpic.twitter.com/A9NtsYRKHg
— ANI (@ANI) December 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us