/anm-bengali/media/media_files/F3hpqsr1dPosS0hzM0xc.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক পুজোর আগে গ্রেফতার। আরেক পুজোর আগে মুক্তি। তিহাড় জেলে থেকে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল। দিল্লিতে বাবাকে আনতে যান মেয়ে সুকন্যা মণ্ডল যিনি তার আগেই ছাড়া পেয়েছেন। সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ তিহাড় জেল থেকে বেরিয়ে যান অনুব্রত। তিহাড় জেলের ৩ নম্বর গেট দিয়ে বেড়িয়েছেন কেষ্ট। অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই বীরভূমজুড়ে উল্লাস। পোস্টার, ব্যানারে তাকে স্বাগত জানানোর বার্তা। অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল জেল, তারপর দিল্লির তিহাড় জেলে থাকলেন তিনি। প্রায় দু'বছর বন্দি থাকলেও, বীরভূমের জেলা সভাপতির পদে ছিলেন তিনিই। বারবার অনুব্রতর পাশে থাকার বার্তাও দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
/anm-bengali/media/media_files/PRmrDiQo2vFxvALtPTuB.jpg)
মঙ্গলবার ভোরবেলায় কলকাতা বিমানবন্দরে এসে বাড়ি পৌঁছান অনুব্রত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা থাকলেও সেটা হয়নি। অনুব্রত বলেন, "সবাই ভাল থাকুক। কোনও বিতর্কে যেতে রাজি নই।"
/anm-bengali/media/post_attachments/160247dcb4bc19ec388a95b51969d744ff26ddc803cada3706b2f30c8a783b80.jpeg?size=948:533)
তাকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত লেখেন, "একটা জেল খাটা গরুপাচার কান্ডে অভিযুক্তকে জেল খেটে বেরোনোর অভ্যর্থনা জানাতে প্রস্তুত বাংলার তাজা তরুণ/তরুণী রা। এরাই তো উজ্জ্বল করবে রাজ্য ও দেশের ভবিষ্যত।"
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
একটা জেল খাটা গরুপাচার কান্ডে অভিযুক্তকে জেল খেটে বেরোনোর অভ্যর্থনা জানাতে প্রস্তুত বাংলার তাজা তরুণ/তরুণী রা। এরাই তো উজ্জ্বল করবে রাজ্য ও দেশের ভবিষ্যত। 🤔🤔😤😤 pic.twitter.com/MiM4ZsXZcJ
— Tathagata Roy (@tathagata2) September 25, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us