New Update
/anm-bengali/media/media_files/FRxNVevvoq8eQnc0IwxH.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলকে মুলো পার্টি বলে উল্লেখ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার সকালে টুইট করে তিনি বলেন, "এখন প্রয়োজন, কোন রাখঢাক না রেখে সোজাসুজি নাম করে মুলো পার্টির চোরেদের চোর বলা। শুভেন্দু অধিকারী এটা আরম্ভ করে দিয়েছেন, বাকিদেরও বলতে হবে। নির্লজ্জ মুসলমান তোষণকে তাই-ই বলতে হবে। যে ভোট কখনো পাওয়া যায় নি, কখনো যাবেও না, সেই আকাশকুসুমের মায়া ত্যাগ করে spade কে spade বলতে হবে। ওটাই আমাদের USP, শুধু উন্নয়ন কপচিয়ে ভোট পাওয়া যাবে না।"
এখন প্রয়োজন, কোন রাখঢাক না রেখে সোজাসুজি নাম করে মুলো পার্টির চোরেদের চোর বলা। শুভেন্দু অধিকারী এটা আরম্ভ করে দিয়েছেন, বাকিদেরও বলতে হবে। নির্লজ্জ মুসলমান তোষণকে তাই-ই বলতে হবে। যে ভোট কখনো পাওয়া যায় নি, কখনো যাবেও না, সেই আকাশকুসুমের মায়া
— Tathagata Roy (@tathagata2) December 30, 2023
ত্যাগ করে spade কে spade বলতে হবে।…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us