/anm-bengali/media/media_files/dMSDzNgfNWLvmuTp2jMW.jpg)
নিজস্ব সংবাদদাতা: আর জি কর হাসপাতালে ২৬ বছরের এক তরুণের মৃত্যুকে ঘিরে শুরু হয়ে গেছে তরজা। দাবি করা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তার চিকিৎসা করতে না বলে দেওয়ায় মৃত্যু হয়েছে।
/anm-bengali/media/post_attachments/b218b99ca9acd1055ef568ce901e4847d59922ed7e3a32da67c7e6cbd7880b36.jpg?VersionId=G7m1kMhEtJCyfWmpNB5o3ZxHRxgug83c)
এর পাল্টা দিলেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, তৃণমূল প্রচার করছে যে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির ফলে নাকি অনেকের অসুবিধা হচ্ছে। অনেক অপারেশন হচ্ছে না এবং রোগীরা নাকি পরিষেবা পাচ্ছে না।।
/anm-bengali/media/post_attachments/ce8b2c9bf2fe654def926e7c103f69ecf536e962bea3648a7714ea28a0eaacb9.jpg)
এই বিষয়ে কিছু বলার আছে এবং যদি ভুল বলে থাকি তাহলে ডাক্তারবাবুরা আমাকে ঠিক করে দেবেন।।
1. কর্ম বিরতি হচ্ছে মেডিকেল কলেজ গুলোতে এবং করছেন PGT রা ।। নিয়ম অনুযায়ী এরা শিক্ষানবিশ এবং এরা অপারেশন করতে পারে না এমনকি একা একা রোগীও দেখার অধিকার এদের নেই।। এদের কর্ম বিরতির ফলে তাহলে কিভাবে অসুবিধা হচ্ছে?
2. জেলায় জেলায় এতগুলো যে সুপার স্পেশালিটি হাসপাতাল হল সেখানে কোন রকম কর্মবিরতি হচ্ছে না তাহলে সেখানে চিকিৎসা কেন হচ্ছে না?
3. তৃণমূলের এই প্রচারের ফলে এটা কি প্রমাণিত হচ্ছে না যে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালগুলো আসলে মানুষের চোখের ধুলো দেওয়া ছাড়া আর কিছু নয়?
/anm-bengali/media/media_files/EETyjignFtn11Xkv1jtZ.jpg)
4. সিনিয়র ডাক্তাররা কাজ করছেন মানে যাদের রোগী দেখার কথা এবং অপারেশন করার কথা ।। তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের মাধ্যমে এটা কি প্রমাণিত করার চেষ্টা করছে না যে আসলে রোগী দেখার কাজ এবং অপারেশন করার কাজ জুনিয়ার ডাক্তারদের দিয়ে করানো হয়?
এই চারটে প্রশ্নের উত্তর পেলে খুশি হব।।
তৃণমূল প্রচার করছে যে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির ফলে নাকি অনেকের অসুবিধা হচ্ছে। অনেক অপারেশন হচ্ছে না এবং রোগীরা নাকি পরিষেবা পাচ্ছে না।।
— Tarunjyoti Tewari (@tjt4002) September 6, 2024
এই বিষয়ে কিছু বলার আছে এবং যদি ভুল বলে থাকি তাহলে ডাক্তারবাবুরা আমাকে ঠিক করে দেবেন।।
1. কর্ম বিরতি হচ্ছে মেডিকেল কলেজ গুলোতে এবং করছেন…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us