নিজস্ব সংবাদদাতা: গত পরশু থেকে লালবাজার অভিযানে নামে জুনিয়র ডাক্তাররা। এরপর কাল হাজার আলোচনার পর তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার হাতে ডাক্তারদের তার প্রতি পদত্যাগের দাবির ডেপুটেশন তুলে দেয়। শুধু তাই নয়, তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় মহিলারা ও হাজার হাজার নাগরিক। এই নিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
তরুণজ্যোতি লেখেন, "ভয় যেমন সংক্রামক, সাহসও তেমন সংক্রামক"
এক অদ্ভুত পশ্চিমবঙ্গ দেখছি এবং বিশ্বাস করুন ভালো লাগছে।
এই প্রথম কোন মিছিলের উদ্যোক্তাদের লোক যোগাড় করতে হচ্ছে না।। মানুষ মিছিল খুঁজে নিয়ে যোগদান যোগদান করছেন।।
ঘন্টার পর ঘন্টা মিছিলের জন্য ট্রাফিকে আটকে থেকেও কেউ বিরক্ত হচ্ছেন না, উল্টে বাস গাড়ি অটোর ভিতর থেকেও আওয়াজ আসছে #justiceforRGKar ।।
রাতের পর রাত , দিনের পর দিন সাধারণ মানুষ প্রতিবাদ করছে।। দাবি দুটো ১. তাদের সুরক্ষা এবং ২. RG Kar কাণ্ডের ন্যায়বিচার।।
একজন হকার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মচারী এমনকি ব্যবসায়ীরাও রাস্তায়।।
লালবাজারে সামনে যে ডাক্তারবাবুরা বসেছিলেন সারারাত তাদের জন্য বাড়ির দরজা খুলে দিল সাধারণ লোক, ছোট্ট চায়ের দোকান থেকে চা বিস্কুট দিয়ে গেল, সাধারণ লোকে জল দিয়ে গেল, ছোট্ট একটা ফার্নিচারের দোকান সারারাত খোলা থাকলো যাতে ডাক্তার বাবুরা চাইলে একটু বিশ্রাম নিতে পারেন সেখানে।। বিভিন্ন বাড়ি থেকে খাবার দেওয়া হল ডাক্তার বাবুদের।। শুধু এটুকু বোঝানোর জন্য যে এই লড়াইটা শুধু তাদের নয় এই লড়াইটা আমাদের।। এই লড়াইটা এই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের।।
কেন ভালোবাসবো না বলুন তো আমার শহরকে, আমার শহর বারবার প্রমাণ করছে যে আমার শহর এখনো মরে যায়নি।। আমার শহরের সবাই অনুপ্রাণিত নয় এবং সবাই প্রতিবাদ করতে ভুলে যায়নি।।
ডাক্তার বাবুরা রোগের চিকিৎসা করেন এবং বর্তমানে ডাক্তার বাবুরা সমাজের চিকিৎসা করছেন।। " সাহস" এবং " শক্ত মেরুদন্ড" নামক দুটো জিনিস ঘুমন্ত পশ্চিমবঙ্গবাসীর মধ্যে আবার ফিরিয়ে দিচ্ছেন।।
অনেক অত্যাচার সহ্য করে পশ্চিমবঙ্গের মানুষ তার সাহসটা ফিরে পেয়েছে।। খেয়াল রাখবেন এই সাহসটা কেউ যেন চুরি না করে নেয়।।
এই সাহসটা এবং মেরুদন্ড টা যদি আমরা একটু আগে পেতাম তাহলে তিলোত্তমাকে হয়তো যেতে হতো না।
তিলোত্তমা পশ্চিমবঙ্গকে লড়াই করতে শিখিয়েছে এবং শেখাচ্ছে।।
এ লড়াই থামবে না যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পায়।। এ লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সহ নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত হয়।।
তিলোত্তমার মা বাবা তার কন্যাকে হারিয়েছেন, কিন্তু আমার শহর এবং রাজ্য বুঝিয়েছে যে তারা একা নয় তাদের পাশে তাদের কোটি কোটি সন্তানরা আছেন।।
তোমাকে প্রণাম কলকাতা, তুমি আবার প্রমাণ করলে যে তুমি বেঁচে আছো।।
"ভয় যেমন সংক্রামক, সাহসও তেমন সংক্রামক"
— Tarunjyoti Tewari (@tjt4002) September 4, 2024
এক অদ্ভুত পশ্চিমবঙ্গ দেখছি এবং বিশ্বাস করুন ভালো লাগছে।
এই প্রথম কোন মিছিলের উদ্যোক্তাদের লোক যোগাড় করতে হচ্ছে না।। মানুষ মিছিল খুঁজে নিয়ে যোগদান যোগদান করছেন।।
ঘন্টার পর ঘন্টা মিছিলের জন্য ট্রাফিকে আটকে থেকেও কেউ বিরক্ত হচ্ছেন না,…