দাবি করেন, ‘রাজ্যে এক – দেড় বছরের মধ্যে প্রতিষ্ঠিত হবে বিজেপির সরকার

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির জনসভা থেকে তিনি দাবি করেন, ‘রাজ্যে এক – দেড় বছরের মধ্যে প্রতিষ্ঠিত হবে বিজেপির সরকার।’

এত বড় সাহস হয় কোথা থেকে?

শুভেন্দুবাবু বলেন, ‘ধান কেনার সময় ওজনে কম দিচ্ছিল বলে গোঘাটে কৃষকরা অরাজনৈতিকভাবে পথ আবরোধ করে প্রতিবাদ করেছিলেন। তাদেরকে হাত জোড় করে তুলবি কোথায়, তা না, বলছে কোন শুয়ারের বাচ্চা চাষি। এত বড় সাহস হয় কোথা থেকে? আমি তার পরের দিনই গোঘাট থানায় গেছিলাম। এই চাষিদেরকে শুয়ারের বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্মোধন করেছিল। থানা ছেড়ে পালিয়েছিল’।