বিগ ব্রেকিংঃ 'একদিনে নবান্ন-লালবাজার-কালীঘাট অভিযান', বিরাট হুঙ্কার শুভেন্দুর

শুভেন্দু অধিকারীকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
suvenduio.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবারের নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি জুলুম এবং আর জি করের ঘটনার প্রতিবাদে আজ বিজেপি ১২ ঘণ্টার বনধ ডাকে। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। আজ নন্দীগ্রামে প্রতিবাদ মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ মিছিল থেকেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, "এবার একদিনে ৩ জায়গায় অভিযান হবে।" নবান্ন, লালবাজার ও কালীঘাটে একদিনে অভিযান করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।