/anm-bengali/media/media_files/pCqWOMWMy5UjOQoKy7gK.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ ২ নং ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা 'ভাইপো'-র এজেন্ট হিসাবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কিভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন। ভোট ঘোষণা হবার পর আদর্শ আচরণ বিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। কিন্তু তোলামুল কম্পানির এই সব নেতাদের মুখ নিঃসৃত ভাষা লাগামহীন। তারা আদর্শ আচরন বিধির ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিও ক্লিপ প্রমান স্বরূপ আমার কাছে রয়েছে। আমি এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আশা করব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরন বিধি লঙ্ঘনের এই বিষয় গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।"
/anm-bengali/media/media_files/YQD0HDPciN7J8x91GhMJ.jpg)
এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র:-
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 27, 2024
ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ ২ নং ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা 'ভাইপো'-র এজেন্ট হিসাবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কিভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন।
ভোট ঘোষনা হবার পর আদর্শ… pic.twitter.com/CUoJmCrLjT
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us