মুখ্যমন্ত্রী 'লেডি কিম', নিলেন 'ভাইপো'র নাম! টুইটে ধুয়ে দিলেন শুভেন্দু

আবার টুইট করে পশ্চিমবঙ্গ পুলিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
suvendu attack tm

নিজস্ব সংবাদদাতা: ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইটার হ্যান্ডেল থেকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং পশ্চিমবঙ্গ পুলিসকে (West Bengal Police) তুলোধোনা করেন বিজেপি বিধায়ক (BJP MLA)। বাঁকুড়ার সিমলাপালে তাঁর সভার অনুমতি না দেওয়ায় পুলিশকে করলেন আক্রমণ। মমতাকে (CM Mamata Banerjee) লেডি কিম হিসেবে উল্লেখ করে লেখেন যে 'আমি জানি আপনাদেরকে লেডি কিম নির্দেশ দিয়েছেন বাঁকুড়ার সিমলাপাল এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আমাকে আটকানোর জন্য'। ২১ মার্চ দার্জিলিং-র জনসভাতে তাঁকে আটকানোর চ্যালেঞ্জ দিলেন। প্রশ্ন তোলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন ৭২ ঘন্টা ধরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছিলেন, তখন কি আপনরা দেখতে চেয়েছিলেন যে তাঁর কাছে জাতীয় সড়ক দফতরের ছাড়পত্র রয়েছে কিনা?' অভিষেক অনুমতি নিয়ে থাকলে সেই ছাড়পত্রের কপি টুইটার হ্যান্ডেলে শেয়ার করতে বললেন শুভেন্দু। সেটা করতে না পারলে বাংলার মানুষ বুঝবে তাঁরা আঞ্চলিক দল তৃণমূলেরই একটি শাখা, এমনটাই দাবি তাঁর।