New Update
/anm-bengali/media/media_files/2025/09/26/whatsapp-image-2025-09-23-at-2025-09-26-07-26-32.jpeg)
SURUSCHI
নিজস্ব সংবাদদাতা : নিজেদের পুজো মণ্ডপে এবার স্বাধীনতা সংগ্রামের সময়কার বাংলার ছবি তুলে ধরতে চলেছে সুরুচি সংঘ। এবারের পুজোয় সুরুচি সংঘের থিম হল 'আহুতি'। ১৯০২ সালে ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে বাংলায় গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রথম সশস্ত্র বিপ্লবী বাহিনী অনুশীলন সমিতি। আর এই অনুশীলন সমিতিকে উৎসর্গ করেই এবারের ভাবনা 'আহুতি'।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/26/whatsapp-image-2025-09-23-at-9-2025-09-26-07-26-12.jpeg)
এবারের পুজো মণ্ডপে মূলত সেই ১৯০২ সালের বাংলার কথাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সময়কার সমস্ত বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকেই উৎসর্গ করা হয়েছে এবারের পুজো। এবছর ৭২তম বর্ষে পদার্পন করলো সুরুচি সংঘের পুজো। তাই শিল্পী অনির্বান দাসের ভাবনায় সেই সময়কার বাংলাকে আরও একবার প্রত্যক্ষ করতে হলে একবার আপনাকে আসতেই হবে সুরুচি সংঘে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us