সুপ্রিম কোর্ট VS কলকাতা হাইকোর্ট! স্থগিত হয়ে গেল সবকিছু

আজ কলকাতা হাইকোর্টকে বড়সড় ধাক্কা দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের পোর্ট ব্লেয়ার বেঞ্চের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট।

author-image
SWETA MITRA
New Update
kol sup.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্তের পথে হাঁটল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের পোর্ট ব্লেয়ার বেঞ্চের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট। এই বিশেষ বেঞ্চ সম্প্রতি আন্দামাননিকোবরেরমুখ্যসচিবকেশবচন্দ্রকেসাসপেন্ডএবংএলজিকেলক্ষটাকাজরিমানাকরারনির্দেশদিয়েছিল। যদিও কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে আপাতত স্থগিত করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টমামলাটিরপরবর্তীশুনানিরজন্যশুক্রবারদিনধার্যকরেছে।