নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কটা দিন বাকি আছে। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আগামীকাল ২রা অক্টোবর মহালয়া। সেদিন থেকেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। কলকাতা থেকে শহরতলি দুর্গাপুজোকে ঘিরে সর্বত্র রমরমা চলছে। কলকাতায় দুর্গাপুজো এক মাত্রা বহন করে।
উল্লেখ্য, কলকতার বেশ কয়েকটি জনপ্রিয় দুর্গাপুজো রয়েছে। যেগুলো দেখতে মানুষের ঢল নামে। তেমনই একটি পুজো হল বেহালা ক্লাবের দুর্গাপুজো। এবার এই পুজো ৮০তম বর্ষে পদার্পণ করল। থিমের পুজোতে এবার সেজে উঠেছে বেহালা ক্লাব। এবার তাদের থিম হল ' আরণ্যক '। এবার এই থিমের নেপথ্যে রয়েছেন শিল্পী প্রদীপ দাস।
শিল্পী জানিয়েছেন, ' মূলত সুন্দরবন অঞ্চলের যে মানুষজন, যারা বাঘের মুখোমুখি হয়েছেন, তাদেরকে নিয়েই এবার এই মণ্ডপ সেজে উঠতে চলেছে। '
এই পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন, ' বেহালা ক্লাব এবার মূলত সুন্দরবন অঞ্চলের মানুষজন এবং তাদের জীবন এবং জীবিকার ধরণকেই এই পুজো মণ্ডপে তুলে ধরেছেন।