New Update
/anm-bengali/media/media_files/kRWNrv9CvOYlYg1DizMS.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: গরমের ছুটি (Summer Vacation) নয়। নতুন নির্দেশিকার পরে বেশ কিছু স্কুল আবার অনলাইন ক্লাস (Online Class) শুরু করার দিকে ঝুঁকছে। এর মধ্যে অন্যতম হলো কলকাতার হেরিটেজ স্কুল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের জন্য স্কুল বন্ধ থাকছে (School Closed)। তবে পড়ার যাতে কোনও ক্ষতি না হয় তাই অনলাইন ক্লাস শুরু করা হবে। এর পাশাপাশি দিল্লি পাবলিক রুবি পার্ক, রুবি পার্ক পাবলিক এবং রামমোহন মিশন স্কুলও অনলাইনে ক্লাস নিতে চাইছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us