BREAKING: হারলে ইভিএম (EVM) খারাপ হয়, জিতলে ঠিক থাকে ! রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করলেন সুকান্ত মজুমদার

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
a

নিজস্ব সংবাদদাতা : এবার মহারাষ্ট্র ও বিহার নির্বাচনকে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর টুইটের জবাবে, রাহুল গান্ধীকে চরম  কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলেন,''আমাদের বিরোধীদের মূল সমস্যা হল এটাই যে, যেখানেই ওরা জেতে, সেখানে বলে ইভিএম (EVM) ঠিক আছে। আর যেখানে হারে, সেখানেই বলে ইভিএম (EVM) খারাপ, ম্যাচ ফিক্সিং হয়েছে।”

RAHUL GANDHI