তৃণমূলের মেগা বৈঠক : কী হতে চলেছে? বলে দিলেন সুকান্ত

কী হতে চলেছে তৃণমূলের বৈঠকে? আসন্ন মেগা বৈঠক নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

author-image
Pallabi Sanyal
New Update
উপাচার্য নিয়োগ নিয়ে বিস্ফোরক সুকান্ত,লিখলেন চিঠি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বিকেল ৪ টেয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কালীঘাটে বৈঠক ডেকেছে তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। নির্বাচনের আবহে তৃণমূলের ডাকা বৈঠকে কী হতে চলেছে, তা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজভবনে অশান্তি ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত কটাক্ষের সুরে বলেন,  "কীভাবে অন্যদের মনোনয়ন প্রত্যাহার করা যায় এবং ভোট লুট করা যায় সে সম্পর্কে তৃণমূলের পরিকল্পনা চলছে। তারা এই সমস্ত পরিকল্পনা করবে মিটিংয়ে।"