/anm-bengali/media/media_files/2025/03/30/hK002JvlEfs9N2Kqx26D.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দ্বারা মুর্শিদাবাদের বেলডাঙায় 'বাবরি মসজিদ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে এক বিতর্কের ঝড় উঠেছে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার একে বাংলার হিন্দুদের প্রতি 'খোলা হুমকি' হিসেবে আখ্যা দিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
তিনি বলেন,''হুমায়ুন কবিরের এই মন্তব্য রাজ্যের হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এই তৃণমূল বিধায়ক অতীতেও হিন্দুদের উদ্দেশ্য করে উস্কানিমূলক হুমকি দিয়েছিলেন। আমি ওনাকে বলছি উনি যেন 'বাবরনামা' পড়েন এবং দেখেন 'বাবরি' কে ছিল, বাবরের সঙ্গে তাঁর সম্পর্ক কী ছিল, এবং ইসলাম ধর্মে এই ধরনের কাঠামো তৈরির অনুমতি আছে কি না। আগে তিনি পড়ুন, কারণ এনারা কোনো কিছুই পড়েন না।"
#WATCH | Kolkata | On TMC MLA Humayun Kabir declaring he would lay the foundation stone of a 'Babri Masjid' in Murshidabad, Union Minister Sukanta Majumdar said, "This is an open threat to Hindus. This man issued threats to Hindus previously as well... I ask him to read Baburnama… pic.twitter.com/BbinisEZI1
— ANI (@ANI) November 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us