পুরনিয়োগ দুর্নীতিতে নতুন বিস্ফোরণ? সমুদ্র বসুকে ঘিরে তদন্ত জোরদার

পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে ফের তলব করেছে ইডি। হোটেল, রেস্তোরাঁ, ধাবা ও নির্মাণ ব্যবসায় বিনিয়োগের টাকা ও উৎস সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
samudra basu

নিজস্ব সংবাদদাতা: পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তের গতি আরও জোরালো হচ্ছেই। ফের বড়সড় চাপে দমকলমন্ত্রী সুজিত বসু-র ছেলে সমুদ্র বসু। আগামী সপ্তাহেই একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে তাঁকে ফের হাজিরা দিতে বলা হয়েছে ইডি-এর দফতরে। সূত্রের খবর, এর আগের জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছে যেসব ব্যবসা সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল, সেই সব কাগজপত্র এবার পূর্ণাঙ্গভাবে জমা দিতে বলা হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, সমুদ্র বসুর একাধিক ব্যবসায়িক বিনিয়োগের হিসেব খতিয়ে দেখা হচ্ছে। তাঁর হোটেল, ধাবা, রেস্তোরাঁ ও নির্মাণ ব্যবসায় ঠিক কত টাকা খাটানো হয়েছে, সেই টাকার উৎস কোথা থেকে এসেছে, আয় ও ব্যয়ের পরিসংখ্যান ঠিক কতটা স্বচ্ছ—সব কিছুই এখন স্ক্যানারের নিচে। এই সংক্রান্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট, লেনদেনের নথি, বিনিয়োগ সংক্রান্ত দলিল এবং আয়ের উৎসের কাগজপত্র নিয়ে আগামী সপ্তাহে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ed raid sd.jpg

উল্লেখযোগ্য ভাবে, এই মাসের ২৪ তারিখেও সমুদ্র বসু ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। তখনেই তাঁর কাছে বিস্তারিত ব্যবসায়িক নথির দাবি করে তদন্তকারী সংস্থা। সেই জিজ্ঞাসাবাদের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, তা খুঁজে বের করতেই ইডি ফের তলব করেছে বলে মনে করছেন তদন্তকারীরা।

এই ঘটনায় নতুন করে অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। মন্ত্রীর পরিবারের সদস্য তদন্তের মুখে পড়ায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে একের পর এক আর্থিক লেনদেনের তথ্য। ফলে আগামী সপ্তাহে ইডি দফতরে সমুদ্র বসুর হাজিরা ঘিরে বাড়ছে উত্তেজনা, বাড়ছে কৌতূহলও।