ট্রলির পর এবার স্যুটকেস, বাগুইআটিতে উদ্ধার স্যুটকেস বন্দি দেহ

ওই যুবতী স্থানীয় বাসিন্দা নন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
suitcase

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের কলকাতায় বাক্স বন্দি দেহ উদ্ধার। এবার ট্রলির বদলে মিললো স্যুটকেসের খোঁজ। বাগুইআটিতে পরিত্যক্ত মাঠ থেকে উদ্ধার স্যুটকেস বন্দি এক যুবতীর দেহ।

যা জানা যাচ্ছে, এদিন সকালে কালো রঙের স্যুটকেস রাস্তার এক ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের সন্দেহ হওয়ায় বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই স্যুটকেস উদ্ধার করেন এবং খুলে দেখেন ওর মধ্যে যুবতীর দেহ রয়েছে। ইতিমধ্যেই ওই দেহ আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবতী স্থানীয় বাসিন্দা নন। কেননা ওই যুবতীকে কেউই চেনেন না। যুবতীর আনুমানিক বয়স, ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। কীভাবে তাঁকে হত্যা করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।