ভোটার তালিকা সংশোধনে কড়া পাহারা, মাঠে নামলেন সুব্রত গুপ্ত

SIR ঘিরে আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক। বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত সুব্রত গুপ্ত ও ১২ জন রোল অবজার্ভার। ভোটার তালিকা নিয়ে কড়া নজর কমিশনের।

author-image
Tamalika Chakraborty
New Update
election commission  a


নিজস্ব সংবাদদাতা:  আজ SIR প্রক্রিয়া ঘিরে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বিশেষ পর্যবেক্ষক হিসেবে আজ সকালেই সেখানে পৌঁছন সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে আসেন আরও ১২ জন রোল অবজার্ভার। বেলা ১২টা ৩০ মিনিটে CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়, যেখানে উপস্থিত থাকেন সুব্রত গুপ্ত-সহ সব পর্যবেক্ষকরা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্তকে। কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম যেন ভুল করে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনও অবৈধ নাগরিকের নাম যেন ভোটার তালিকায় ঢুকে না যায়, সেই বিষয়গুলির ওপর বিশেষ নজর রাখবেন তিনি। পাশাপাশি নির্বাচনী দফতরের আধিকারিকরা কমিশনের নির্দেশ ঠিকভাবে পালন করছেন কি না, সেটিও তাঁর নজরদারিতে থাকবে। তিনি নিয়মিতভাবে কমিশনকে রিপোর্ট ও মতামত জমা দেবেন।

sir voter list

SIR প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে আরও ১২ জন অভিজ্ঞ IAS অফিসারকে ভোটার তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এই পর্যবেক্ষকেরা ভোটার তালিকা তৈরি, সংশোধন ও আপডেটের পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি করবেন। সব মিলিয়ে আজকের এই বৈঠককে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।