নতুন নম্বর ছাড়া আর রাস্তায় নামবে না টোটো, এক ক্লিকেই ধরা পড়বে অবৈধ গাড়ি! বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

রাস্তায় যানজট এড়াতে টোটো নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
snehasis chakraborty

নিজস্ব সংবাদদাতা: টোটো নিয়ে দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও যানজট এবার নিয়ন্ত্রণে আনতে রাজ্য পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানালেন, রাজ্যের সমস্ত টোটোর জন্য অস্থায়ী ‘TTEN নম্বর’ বাধ্যতামূলক হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, এবার থেকে রাস্তায় চলা টোটোর গায়ে থাকবে QR কোডসহ স্টিকার।

অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশন ছাড়া টোটো কেনা-বিক্রি হচ্ছে, এতে যানজট বাড়ছে ও অবৈধ টোটো বাড়ছে। এবার সরকার স্থির করেছে, ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে সকল টোটো মালিকদের রেজিস্ট্রেশন করতে হবে। যাঁরা নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন করবেন না, তাঁদের টোটো আর রাস্তায় চলবে না।

45

প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে ১০০০ টাকা। ছয় মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা করে ফি দিতে হবে। ড্রাইভিং টেস্ট পাশ না করলে ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্স মিলবে না। রেজিস্ট্রেশন ও চিহ্নিতকরণ করা যাবে অনলাইন এবং কাছে থাকা বাংলা সহায়তা কেন্দ্র ও RTO-তেও।

মন্ত্রী আরও বলেন, “কারও রুজি-রুটি কেড়ে নেওয়া হবে না, আইনি কাঠামোর মধ্যেই সবাই কাজ করতে পারবে। তবে যারা অবৈধভাবে টোটো তৈরি বা বিক্রি করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ইউনিয়ন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে রুটের নিয়ম ঠিক করা হবে বলে তিনি জানান।