/anm-bengali/media/media_files/wAPG6oOhudL40OFUosNu.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বাংলার অর্থনীতিতে ক্রমশ মানুষের ক্রয় ক্ষমতা। ব্যবসায়ী কার্যকলাপের প্রসার প্রতিফলিত হচ্ছে রাজস্ব আয়ের পরিসংখ্যানে। রাজ্য সরকারের সাম্প্রতিক হিসেব বলছে, গত বছর জানুয়ারির তুলনায় এই বছর জানুয়ারিতে রাজ্যের জিএসটি (GST) সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১০.২%। চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের জিএসটি আদায় হয়েছে ৩৮৪০০ কোটি টাকা। গত অর্থেবর্ষের প্রথম দশ মাসের জিএসটি বাবদ সংগ্রহ হয়েছিল ৩৪৮০০ টাকা।
নবান্ন সূত্রে খবর, চলতি বছর রাজ্য সরকারের জিএসটি মারফত আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, এখনও পর্যন্ত তার থেকে বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে। জিএসটি ছাড়াও, অন্যান্য কর ও রাজস্ব খাত মিলিয়ে ১৫ হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে রাজ্যের। সর্বাধিক জিএসটি আদায় হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। বলা বাহুল্য, যা রাজ্যের অর্থনীতির শক্তিশালী অবস্থানকে স্পষ্ট করবে।
/anm-bengali/media/media_files/sadabj16FOB8NVeDhFU3.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us