New Update
/anm-bengali/media/media_files/aWSE9Vhga3Lqw8T83Oji.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই বাংলায় নথি ধ্বংস নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। আজ সকালেই হঠাৎ খোঁজ পাওয়া যায় ভাঙড়ের মাঠে আগুনে জ্বলছে কিছু নথি (Document)। ছুটে যায় সিবিআই। কোনো তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে কিনা সেটা খুঁজে দেখছে গোয়েন্দা সংস্থা। ছাই ঘেঁটে উদ্ধার করা হয়েছে কিছু আধপোড়া নথি যেগুলো বিহারের খনি ব্যবসা সংক্রান্ত কাগজ বলেই ধারণা। নথি খতিয়ে দেখতে সেখানে গেছেন কয়লাকাণ্ডের (Coal Scam) তদন্তকারী আধিকারিক উমেশ কুমার। উপস্থিত রয়েছেন এসএসসি দুর্নীতিকাণ্ডের (SSC Scam) তদন্তকারী অধিকারিকরাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us