/anm-bengali/media/media_files/BitTBNLpDZw5peHPSrBn.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এসএসসি ২০২৫-এর একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতেই ফের বেধেছে তীব্র বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় রাখা হয়েছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুলে নতুন করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন আইনজীবী ফিরদৌস শামিম। হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে এবং চলতি সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযোগ, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে অযোগ্য প্রার্থীদের যেন কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় বসতে না দেওয়া হয়। কিন্তু ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, চিহ্নিত অযোগ্যদের কয়েকজনের নাম শুধু তালিকায় নয়, তাঁদের নাকি ইন্টারভিউ কলও দেওয়া হয়েছে। এমনকি ক্লার্ক পদে কর্মরত কয়েকজনেরও নাম রয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের তালিকায়—এ অভিযোগও উঠেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/11/1000185253-824280.webp)
এদিকে ফল প্রকাশের পর আরও এক গুচ্ছ সমস্যার অভিযোগ উঠছে। ‘কাট-অফ’ যেখানে ৭০ শতাংশের উপরে, সেখানে পূর্ণ ৬০ নম্বর পেয়েও চাকরি হয়নি বহু প্রার্থীর। অন্যদিকে ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ইন্টারভিউর ডাক পেয়েছেন। আন্দোলনের প্রথম সারির অনেক চাকরিহারা, যাঁদের ‘যোগ্য’ বলে ধরা হয়, তাঁরাও ডাক পাননি।
এসএসসি নতুন ফল নিয়ে জটিলতা এবং অসংগতি যতই সামনে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের ক্ষোভ। আদালতের নির্দেশ মানা হয়েছে কি না, অযোগ্যদের কীভাবে তালিকায় এল, বিশেষভাবে সক্ষম প্রার্থী এবং ‘দাগী’ প্রার্থীদের নিয়ম কী—সব প্রশ্ন এখন আদালত-নির্ভর।
এই বিতর্কে নিয়োগ প্রক্রিয়া আরও জটিল ও বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us