/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এসএসসি–২০২৫-এর একাদশ–দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বঞ্চনার অভিযোগেই সোমবার রাস্তায় নামলেন নবাগত চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে প্রতিবাদ জানালেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, ‘কাট–অফ’ ৭০ শতাংশের বেশি হওয়ায় বহু যোগ্য প্রার্থী বাদ পড়েছেন, এমনকি পূর্ণ ৬০ নম্বর পেয়েও অনেকে চাকরির তালিকায় জায়গা পাননি। মোট প্রায় ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ইন্টারভিউর ডাক পেয়েছেন, যা নিয়ে নতুনদের ক্ষোভ তুঙ্গে।
নবাগতদের মূল অভিযোগ, ইন–সার্ভিস শিক্ষকেরা অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর পাচ্ছেন। এই নম্বর বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি তুলেছেন প্রতিবাদীরা। তাঁদের বক্তব্য, “নতুনরা সমান সুযোগ পাচ্ছেন না। অভিজ্ঞতার অতিরিক্ত নম্বর তুলে নেওয়া হোক”।
চাকরিপ্রার্থীরা আরও দাবি তুলেছেন, আগামী তিন ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন করতে হবে। রাত ৮টার মধ্যে নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ করতে হবে এবং অতিরিক্ত ১০ নম্বর বাতিল করার নির্দেশ দিতে হবে কমিশনকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/10/GeZeGJU9dZwfSR68eBWN.jpg)
প্রতিবাদকারীরা জানান, তাঁরা কোনোরকম রাজনৈতিক রং লাগাতে চান না। তাঁদের লড়াই শুধুই ন্যায্য সুযোগের দাবিতে। রাজভবন পর্যন্ত মিছিলের জেরে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তা দখল করে রেখেছেন আন্দোলনকারীরা।
এসএসসি–র পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নিয়োগ–বিতর্কে আরও এক দফা অস্থিরতার আভাস মিলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us