/anm-bengali/media/media_files/eoYg33kmGNeeG4uihKC3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বিশেষ দিনে বিশেষ ট্যুইট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। ১ সেপ্টেম্বর দিনটি হল পুলিশ দিবস। পুলিশদের আত্মত্যাগকে কুর্ণিশ জানাতে বছর তিনেক আগে পুলিশ দিবস রালনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্য সরকার। দিনটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তারপর থেকেই ১ সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। থানায় থানায় বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় এদিন। বিশেষ গিনটিতে তৃণমূলের তরফে ট্যুইট করে কৃতজ্ঞতা জানানো হয়েছে পুলিশ কর্মীদের। ট্যুইট বার্তায় উল্লেখ করা হয়েছে, ''পুলিশ দিবসে, আমরা ইউনিফর্ম পরিহিত সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।আপনাদের নিঃস্বার্থ ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। সমাজের সেবা করার জন্য আপনাদের ধন্যবাদ।ন্যায়বিচার সমুন্নত রাখতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আপনার অটল অঙ্গীকারকে আমরা সেলাম জানাই।''
On Police Day, we extend our heartfelt gratitude to brave men and women in uniform!
— All India Trinamool Congress (@AITCofficial) September 1, 2023
We salute your unwavering commitment to upholding justice and maintaining law and order.
Your selfless sacrifices and tireless efforts continue to inspire us. Thank you for your service to… pic.twitter.com/Nt5nVtGAOD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us