/anm-bengali/media/media_files/2025/11/03/576157260_1399174848246622_9011145900434787159_n-2025-11-03-20-02-49.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল ভবন থেকে সরাসরি কালীঘাটের উদ্দেশে রওনা দিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠক সেরেই কালীঘাট চলে যান শোভন-বৈশাখী। এই তথ্য জানান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, “শোভনদা এবং বৈশাখীদেবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। অভিষেক সময় দিয়েছেন, সেই অনুযায়ী তাঁরা গিয়েছেন”।
অরূপ বিশ্বাস আরও বলেন, “রাজনীতি মানেই আলোচনার জায়গা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছু বলার নেই। তবে এটি সৌজন্য সাক্ষাৎ বলেই আমি মনে করি”।
/anm-bengali/media/post_attachments/72b36f5f-370.png)
রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পরে তৃণমূল ছাড়লেও, সাম্প্রতিক মাসগুলিতে তাঁকে একাধিকবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সাক্ষাৎকে অনেকেই তাঁর ‘রাজনৈতিক ঘরে ফেরার’ পরবর্তী পদক্ষেপ হিসেবেই দেখছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us