BREAKING: ইডির ডাকে সাড়া দিলেন না সুজিত বসুর পুত্র!

কেন ডাকা হয় তাকে?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: এবার ইডি দফতরে হাজিরা এড়ালেন সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। আগে থেকে অন্যান্য কিছু কর্মসূচি থাকায় হাজরা দিতে পারছেন না বলে জানালেন তিনি। আগামী সপ্তাহে হাজিরার একটি দিন ঠিক করা হোক, দাবি সমুদ্রের। ইডি দাবি করেছে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে একাধিক লেনদেনের বিষয় সামনে এসেছে। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছিল সমুদ্র বসুকে। প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছিল মন্ত্রী সুজিত বসুর পরিবারকে।

ED raids in Sujit Bose's house | Ed came out of house of Minister Sujit ...