"দেশটা তোমার বাপের নাকি"...ধর্মতলায় মাঝরাতে ধরনায় শিশু! ভাইরাল হল ভিডিও

ভাইরাল এই প্রতিবাদী শিশু।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-09-02 at 11.29.46 AM

নিজস্ব সংবাদদাতা: কাল কলকাতা শহরে দেখা গেছে মহামিছিল। আর জি কর কান্ডের বিচার চেয়ে পথে নানা মহল থেকে মানুষ নেমেছে প্রতিবাদের জন্য। 

WhatsApp Image 2024-09-02 at 10.59.32 AM

কাল কলেজ স্কোয়ার থেকে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চলেছে দুপুর থেকে। তারপর ধর্মতলায় অবস্থানে বসেছিল বিক্ষোভকারীরা। সারারাত চলেছে ধরনা। তার ভিডিও দিকে দিকে ছড়িয়ে পড়েছে। 

ওঃ

তবে এই ভিডিওটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে একটি বিশেষ কারণে। ডিউটি থেকে একটি ছোট মেয়েকে নাচ করতে দেখা গেছে এই গানে। তার প্রতিবাদী স্বত্বা ফুটে উঠেছে নাচের মুদ্রায়। ভিডিওতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও দেখা গেছে উপস্থিত থাকতে। এই ভিডিওটি যে সময় ধারণ করা হয়েছে তখন বাজে রাত তিনটে।

babydance1