/anm-bengali/media/media_files/2025/07/31/sir-2025-07-31-20-49-11.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিহারে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন। প্রথম ধাপেই বাদ পড়েছে প্রায় ৬৪ লক্ষ নাম। এ নিয়ে তীব্র বিতর্ক চলছে, আর ঠিক তখনই বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বাংলার এসআইআর নিয়ে প্রশ্ন উঠলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই বিষয়ে কমিশন খুব শিগগির সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4hFTwEbYpBrErUuv8IKi.jpeg)
কমিশন সূত্রে খবর, সারা দেশে একযোগে নয়, আগে পাঁচ রাজ্যে শুরু হবে এই প্রক্রিয়া। সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গ। কারণ, ২০২৬ সালে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে, অগস্টে নয়, কিন্তু সেপ্টেম্বরে বাংলায় এসআইআর শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে অগস্ট মাসের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে চায় কমিশন। এজন্য ফের নির্দেশিকা পাঠানো হয়েছে। বিশেষ করে ইআরও ও এইআরও-সহ বিভিন্ন শূন্যপদ দ্রুত পূরণের ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ২৯ অগস্ট বিকেল ৫টার মধ্যে কার্যকরী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us