/anm-bengali/media/media_files/2025/11/04/sir-rally1-2025-11-04-15-29-23.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন। আর এই দিনেই এসআইআর-কে কেন্দ্র করে কলকাতার রাস্তায় নেমে পড়ল তৃণমূল কংগ্রেস।
ধর্মতলার আম্বেডকরের মূর্তির সামনে থেকে শুরু হয়ে গেল তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিল। নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডে পৌঁছে মমতা প্রথমে ড. বি.আর. আম্বেডকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তার পরেই শুরু হয় মেগা মিছিল।
মিছিলের শুরুতেই সংবিধান হাতে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে মমতা ও অভিষেককে। তাঁদের সঙ্গে রয়েছেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক, নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়করা। তৃণমূলের দাবি — এসআইআর বা ভোটার তালিকা পরিমার্জনের নামে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্র। তারই প্রতিবাদে এই মিছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/04/sir-rally-768x512-2025-11-04-15-28-15.jpg)
এই মিছিলে বিশেষ নজর কেড়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান—সব ধর্মের ধর্মগুরু ও প্রতিনিধিরা পা মেলাচ্ছেন এই ঐক্যের মিছিলে। পাশাপাশি রয়েছেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও।
তৃণমূলের তারকা সাংসদ ও বিধায়কদের পাশাপাশি মিছিলে উপস্থিত আছেন বাংলা টেলিভিশন ও সিনেমা জগতের একাধিক মুখ। দেখা যাচ্ছে মধুবনী গোস্বামী, বিভান ঘোষ, মিষ্টি সিং, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দোলন রায়, রূপাঞ্জনা মিত্র, প্রিয়া পাল-সহ অন্যান্য জনপ্রিয় তারকাদের।
তৃণমূল নেতৃত্বের বার্তা, এই মিছিল কেবল রাজনৈতিক প্রতিবাদ নয় — এটি “মানুষের অধিকার ও সংবিধানের সুরক্ষার লড়াই”। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই এই মেগা মিছিল তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে, রাজ্যে ভোটার তালিকা পরিমার্জনের নামে যদি কোনওভাবে নাগরিকদের নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হয়, তবে তার বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত তৃণমূল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us