/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজের গতি ও গুণমান পর্যালোচনা করতে মঙ্গলবার রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপ্যাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারিসহ অন্যান্য আধিকারিক।
প্রতিনিধি দল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর এবং কৃষ্ণনগর–এই চার কেন্দ্রে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। বুধবার তাঁদের মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে উত্তরবঙ্গের কাজ পর্যালোচনা করে এসেছেন কমিশনের আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/18/eci-gyanesh-bharti-2025-11-18-15-32-01.jpg)
এসআইআর প্রক্রিয়া জোরকদমে চলছে রাজ্যে, তবে এর মধ্যেই একাধিক জায়গায় বিপত্তি দেখা দিয়েছে। বহু জেলায় বিএলও-রা (BLO) একাংশ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে সামিল হয়েছেন।
বিএলওদের সেই দাবি যাচাই করতেই আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখবে বলেই মনে করা হচ্ছে। একই সাথে রাজ্যে এসআইআরের কাজ কতটা গতিতে গড়াচ্ছে তাও জানবে প্রতিনিধিরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us