পুরো রাজ্যে চাঞ্চল্য— SIR থেকে এবার প্রায় ১৪ লাখ মানুষের নাম উধাও

SIR তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা রাজ্যে হঠাৎই বেড়ে হয়েছে প্রায় ১৪ লাখ। উত্তর ও দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি নাম বাদ গেছে বলে জানিয়েছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনাতেও উচ্চ হারে নাম বাদ পড়ায় উদ্বেগ বাড়ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
sir voter list

নিজস্ব সংবাদদাতা:  রাজ্যের SIR তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কমিশন সূত্রে জানা গেছে, মাত্র এক দিনের ব্যবধানে আরও প্রায় ৪ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। গত সোমবার পর্যন্ত যেখানে সংখ্যা ছিল ১০ লক্ষের বেশি, সেখানে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজারে।

এই বিপুল সংখ্যায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কমিশনের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, শতাংশের হিসেবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায়। শহরের দু'দিকেই হঠাৎ করে এত নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

1974062-sir

এছাড়া পিছিয়ে নেই জেলারাও। কমিশন সূত্র বলছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায়ও উল্লেখযোগ্য হারে নাম বাদ পড়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে চাপানউতোর তৈরি হয়েছে। কেন এত দ্রুত ও এত বিপুল সংখ্যায় নাম বাদ পড়ছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ ও বিতর্ক।

রাজ্যের SIR আপডেটে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন সংখ্যা। ফলে আগামী দিনে মোট কত মানুষ এর আওতার বাইরে চলে যাবেন— তা নিয়েও বাড়ছে জল্পনা।