শক্র দেশ পাকিস্তান আরজি করের ঘটনার নিন্দা করছে, লজ্জা রাখার জায়গা নেই!

শুভেন্দু অধিকারী বিধানসভায় তীব্র ভাষায় আরজি কর কাণ্ডের নিন্দা করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
suvendu mamata

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেসের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, "আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা নিন্দা জানাচ্ছে, এই লজ্জা রাখার জায়গা নেই।" মঙ্গলবার বিনা বাধায় ধর্ষণ বিরোধী বিল পেস হয়। তবে সেই আইনে নতুন কিছুই নেই বলেই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।  বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের নাইট শিফট কমিয়ে আনার কথা বলেন। সাধারণ মানুষ থেকে বিরোধীরা মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তাঁরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন।

 

অন্যদিকে, রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা রাতভর লালবাজারের কাছে ফিয়ার্স লেনে বসে আন্দোলন চালায়। জুনিয়র চিকিৎসকদের জেদের কাছে কার্যত মাথা নত করতে হয় লালবাজারকে। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে সিপির কাছে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল সিপি ভিনিত গোয়েলের কাছে তাঁর পদত্যাগ চেয়ে একটি স্মারকলিপি জমা দেন। পাশাপাশি তাঁরা একটি প্রতীকি মেরুদণ্ড দিয়ে আসেন।