New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ ফরেস্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে আইএফএস শ্রী দেবল রায়কে নিযুক্ত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। তিনি এর আগে পশ্চিমবঙ্গ বনবিভাগের প্রিন্সিপাল চিফ কনসারভেটার অফ ফরেস্ট অ্যান্ড হেড অফ ফরেস্ট ফোর্স-এর দায়িত্ব সামলেছেন।
/anm-bengali/media/media_files/2025/04/02/PqnTZFFq1KJnC50yXFyG.jpeg)
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই দুটি দায়িত্বই একসাথে সামলাবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us