হাড়ে হাড়ে টের পেলেন কুনাল ঘোষ...তিনি আজ লেজ গুটিয়ে দাঁড়িয়ে রইলেন..., এযাবৎ চরমতম নিশানা কুনাল বাবুকে

কি বলা হল কুনাল বাবুকে?

author-image
Aniket
New Update
kunal ghosh on da

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে কুনাল ঘোষকে চরমতম নিশানা করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, "যখন তখন যা খুশি বলা যায় না—এই সরল সত্যটা হয়তো আজ একটু হাড়ে হাড়ে টের পেলেন কুনাল ঘোষ। বড় বড় ডায়লগ, মিডিয়া কভারেজ আর নাটকীয় ভঙ্গিমায় যিনি সদা প্রস্তুত, তিনি আজ হাইকোর্টে এসে লেজ গুটিয়ে দাঁড়িয়ে রইলেন।

Rule issue হতেই মুখ শুকিয়ে গেল, আর তখনই শুরু হল ‘ব্যাকডোর কেলেঙ্কারি’। পিছন থেকে ফিসফিসিয়ে—“আমি একটু জজের সঙ্গে কথা বলতে পারি”—এই সংলাপে নাটকের দ্বিতীয় অঙ্কের সূচনা। কিন্তু মাননীয় বিচারপতিরা তো থিয়েটার দেখতে আসেননি, তাঁদের বিরক্তি স্পষ্ট। একটা কথা মানতেই হবে, কোর্টের ভেতরে এমন কমেডি সচরাচর দেখা যায় না।

আইনজীবী সঙ্গে থাকা সত্ত্বেও, কুনালবাবু হাইকোর্টকে যেন কালীঘাটের গলি ভেবে ফেলেছিলেন। কিন্তু এখানে আর গলির নাটক চলবে না—Rule issue হয়ে গেছে। এবার বিচারব্যবস্থাকে অপমান করার দাম চোকাতে হবে। জেলের হাওয়া খাওয়ার অভ্যাস তাঁর পুরোনো, তাই সেখানে যেতে বিশেষ আপত্তি হবে বলেও মনে হয় না।

অবশ্য আজ হাইকোর্টে যারা ১২:৩০ থেকে ১টার মধ্যে ছিলেন, তারা একটু দেখে নিন তো, কিছু চুরি গেছে কিনা। কারণ, আজ এক বিশেষ প্রজাতির “মার্কা মারা চোর” আদালতে এসেছিলেন। সাবধানে থাকুন—সতর্কতা অবলম্বন জরুরি।

আর যারা কুনাল ঘোষের কথায় নেচেছিলেন, তাঁদের জন্য রইল ‘শুভ নন্দন’।"

tarunjyoti

বাংলার জনসাধারণের সরকার তৃণমূলের নেতা কুণাল ঘোষকে নিয়ে তরুণজ্যোতি তিওয়ারির এই মন্তব্য প্রসঙ্গে শোরগোল শুরু হয়েছে।