New Update
/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-18-07-34.jpeg)
নিজস্ব প্রতিনিধি, শিবপুর: শিবপুরে একটি অভিজাত আবাসনে চলল গুলি। পুনম যাদব নামক এক মহিলা হলেন গুলিবিদ্ধ। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে পুলিশ। প্রথমে হাওড়া ও পরে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। এখানে থাকেন গোপাল যাদব ও তার স্ত্রী পুনম যাদব। গোপাল যাদবের পিস্তল থেকে গুলি লাগে তার স্ত্রীর গলায়। কি কারনে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয়। গোপাল যাদবকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। কেনো গুলি চলল যা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। পিস্তলটি বৈধ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিজাত এই আবাসনে এরমক ঘটনা প্রথম ঘটল বলে জানিয়েছেন আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us