/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে হঠাৎ গুলির শব্দে চমকে উঠল বরানগর। নর্দার্ন পার্ক এলাকায় একদল দুষ্কৃতী আচমকাই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, আক্রান্ত ব্যক্তি তখন রাস্তায় হাঁটছিলেন। দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালালেও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে গুলির ছররা গিয়ে লাগে পাশ দিয়ে যাওয়া আরও এক ব্যক্তির মাথায় ও কাঁধে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আশপাশের বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে না পেরে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। কেউ ভেবেছিলেন বাজি ফেটেছে, কিন্তু মুহূর্তের মধ্যেই বোঝা যায় এটা শ্যুটআউট। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বরানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গোটা এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে, আশপাশ ঘিরে ফেলে দুষ্কৃতীদের সম্ভাব্য পালানোর পথও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই স্থানীয় CCTV ফুটেজ সংগ্রহ করেছে। দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল কিনা, আগে থেকে রেকি করা হয়েছিল কিনা, গুলিটি নির্দিষ্ট কোনও প্রতিশোধ নাকি চাঁদাবাজির ঘটনার জেরে—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ ক্লু মিলতে পারে এবং তা থেকেই দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হবে।
আক্রান্ত ব্যক্তিকে কে বা কারা টার্গেট করেছিল, সেই নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে দেখে মনে হয়নি তাঁর কোনও শত্রু ছিল। তবে পুলিশ কোনও সম্ভাবনাকেই খারিজ করছে না।
পুরো ঘটনার জেরে এলাকায় এখনো আতঙ্ক ছড়ানো, বহু মানুষ সকালে বেরোতে ভয় পাচ্ছেন। পুলিশ জানিয়েছে, খুব দ্রুত অভিযুক্তদের খোঁজ পাওয়া যাবে এবং এই ঘটনার পিছনে থাকা উদ্দেশ্যও প্রকাশ্যে আসবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us