নির্বাচনের আগে মরিয়া হয়ে রাজনৈতিক স্টান্ট দিচ্ছে ! বাবরি মসজিদ ইস্যু তোলা নিয়ে কড়া মন্তব্য শত্রুঘ্ন সিনহার

কি কড়া মন্তব্য করলেন শত্রুঘ্ন সিনহা ?

author-image
Debjit Biswas
New Update
Shatrughan Sinha

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের বেলডাঙায় 'বাবরি মসজিদ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অযোধ্যা-কাশী-মথুরা নিয়ে রাজনৈতিক মহলের উত্তাপ বাড়ার মধ্যে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস (TMC)-এর সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল আসন্ন নির্বাচনকে সামনে রেখে মরিয়া হয়ে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে 'রাজনৈতিক স্টান্ট' দেওয়ার চেষ্টা করছে।

Screenshot 2025-12-06 2.21.54 PM

আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা স্পষ্ট করে দিয়েছেন যে, এই ধরনের ধর্মীয় ইস্যু উত্থাপন করার একমাত্র উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলা। তাঁর মতে, যাদের পায়ের নিচে জমি নেই, তারাই এখন এই ধরনের বিতর্কিত বিষয়কে হাতিয়ার করছে।

তিনি বলেন,''কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে মরিয়া হয়ে একটি রাজনৈতিক স্টান্ট হিসেবে বাবরি মসজিদ ইস্যুটি তোলার চেষ্টা করছে।"