মহুয়ার বিরুদ্ধে আসরে CBI, রেগে গেলেন তৃণমূল নেত্রী

মহুয়া মৈত্রের বিরুদ্ধে ময়দানে নেমে গিয়েছে সিবিআই। এবার কী হবে? উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
mahua shashi.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আর রক্ষা হল না, 'ক্যাশফরকোয়েরি' মামলায়তৃণমূলসাংসদমহুয়ামৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধেসিবিআইতদন্তশুরুকরল। এদিকে এই ঘটনাপ্রসঙ্গে বড় মন্তব্য করলেনতৃণমূলনেতাশশীপাঁজা (Shashi Panja)। তিনিবলেন, "এটিতৃণমূলসাংসদ, তৃণমূলকংগ্রেসএবংবাংলারসাংসদকেহয়রানিকরারএকটিচক্রান্ত।আমরাআবারওতারবিরুদ্ধেআনাদুটিঅভিযোগেরসত্যতাপুনর্ব্যক্তকরছি।নৈতিকতাকমিটিরআচরণখুবই খারাপ ছিল। যারাবাংলায়জিততেপারেনিএবংজিতবেনা, তারাই এসব জিনিস করছে। আর এই ঘটনা আরও বাড়বে বলে আমার মনে হয়। সিবিআইএবংতদন্তসংস্থাগুলিকেব্যবহারকরাহচ্ছেনা, তাদেরঅপব্যবহারকরাহচ্ছে।“