/anm-bengali/media/media_files/QZd8ySDWHBxzpnnFdaVh.jpg)
নিজস্ব সংবাদদাতা: দীপাবলির এই দুর্লভ যোগ শুরু হতে চলেছে প্রায় ৩০ বছর পর। শনিদেবের কৃপায় বদলাতে যাচ্ছে ৩ রাশির ভাগ্য। কেমন হবে এই তিন রাশির ভাগ্য?
বৃষ রাশি- শশ মহাপুরুষ রাজযোগ অত্যন্ত লাভজনক হবে এই রাশির জন্য। কারণ কুষ্ঠির কর্মের ঘরে অবস্থান করছেন শনিদেব। এবার আপনাদের কাজ-কারবারে উন্নতি হতে পারে। একই সঙ্গে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ রাশির জাতক-জাতিকাদের চাকরি এবং ব্যবসায় উন্নতি হতে পারে। যারা ব্যবসা বাড়াতে চান তারা এখন থেকেই সেটা করতে পারেন। এই সময় বাবার সহায়তা পেতে পারেন।
সিংহ রাশি- শশ রাজযোগ তৈরী হওয়ার ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সুখের দিন শুরু হতে চলেছে। এর কারণ হল এই যোগ আপনাদের জীবনে নিয়ে আসতে পারে বেশ সুখের সময়। এই সময় সিংহ রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সময় বেশ সুখেই কাটবে। এছাড়াও সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে তাদের সুন্দর সময় কাটতে চলেছে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরী হয়েছে।
মকর রাশি- জাতক-জাতিকাদের জীবনে রাজযোগের অনুকুল পরিস্থিতি দেখা দিতে চলেছে। এর কারণ হল শনিদেব এদের জীবনে ধন আর শান্তি নিয়ে আসতে চলেছে। এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে। এই সময় এদের প্রভাব পড়বে। এর ফলে জীবনে শান্তি ফিরে আসবে। এই সময়, এদের আর্থিক স্থিতিও পরিবর্তন আসবে ধীরে ধীরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us